ভারতে নতুন করে নাশকতার ছক! কর্ণাটকের কারওয়ার বন্দরে পাক নাগরিককে নিয়ে উত্তেজনা

কর্ণাটকের কারওয়ার বন্দরে প্রবেশের সময় এক পাকিস্তানি নাগরিককে ভারতে ঢুকতে বাধা দেওয়া হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
pak citizen in india

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের কারওয়ার বন্দরে প্রবেশের সময় এক পাকিস্তানি নাগরিককে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। বন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি না থাকায় ওই ব্যক্তিকে দেশের মাটিতে নামার অনুমতি দেওয়া হয়নি।

জানা গেছে, ওই ব্যক্তি একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ MTR Ocean-এ করে কারওয়ার বন্দরে পৌঁছান। জাহাজটি ইরাক থেকে বিটুমেন (রাস্তার নির্মাণে ব্যবহৃত পদার্থ) বহন করে ১২ মে কারওয়ারে এসে পৌঁছায়।

INDIAN ARMY

জাহাজে মোট ১৮ জন কর্মী ছিলেন—তাঁদের মধ্যে ১৫ জন ভারতীয়, ২ জন সিরিয়ার নাগরিক এবং ১ জন পাকিস্তানি। ভারতের নিরাপত্তা বিধির কথা মাথায় রেখেই পাকিস্তানি নাগরিককে জাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়নি বলে সূত্রের খবর।

বন্দর ও নিরাপত্তা সংস্থাগুলি গোটা বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। এখনও পর্যন্ত ওই পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানোর বিষয়ে কোনও সরকারি সিদ্ধান্ত জানানো হয়নি। তবে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে বলে জানা গেছে।