যে হামলা করেছে, সে জানে না ইসলাম কী! গর্জে উঠলেন পাক নাগরিক

সীমান্তে পাকিস্তানের এক নাগরিক বলেন, যে হামলা করেছে, সে জানে না ইসলাম কী।

author-image
Tamalika Chakraborty
New Update
indian pakistan citizen


নিজস্ব সংবাদদাতা: পাক নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। যার জেরে সীমান্তে ভিড় করতে শুরু করেছেন পাক নাগরিকরা। এই প্রসঙ্গে পাকিস্তানের এক নাগরিক বলেন,  "যা ঘটেছে তা কখনই সমর্থন করা যায় না। আমি রাজস্থানের যোধপুরের মেয়ে। আমার পাকিস্তানে বিয়ে হয়েছে। আমার স্বামী পাকিস্তান থেকে এসেছেন।  আমাদের ৪ দিন পর  পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল।  যখনই জানতে পারলাম, আমাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, আমরা দ্রুত সীমান্তে চলে এসেছি। শুধুমাত্র অপরাধীদের শাস্তি দিতে হবে। সাধারণ মানুষকে শাস্তি দেওয়া উচিত নয়।  বাবা-মাকে কবে দেখতে পাবো আবার জানি না। সন্ত্রাসী হামলাটি ভুল ছিল, যেই করুক না কেন। ইসলাম তা শেখায় না। যেই এটা করেছে সে কুরআন পড়েনি। তারা জানে না ইসলাম কী।" 

Kashmir terrorists attacks