বেঙ্গালুরুতে বাড়ির সামনে কুপিয়ে খুন! একাধিক মামলায় অভিযুক্ত ‘বিকলু শিবা’কে গাড়ি থেকে নেমে কোপালো দুষ্কৃতীরা!

নিজর বাড়ির সামনে কুপিয়ে করা হল এক ব্যক্তিকে।

author-image
Tamalika Chakraborty
New Update
Crime

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুর হালসুরুর ওয়ার মেমোরিয়াল সার্কেলের কাছে মঙ্গলবার রাতে নিজের বাড়ির সামনেই নৃশংসভাবে খুন হলেন এক ব্যক্তি, যাঁর নাম শিবকুমার ওরফে বিকলু শিবা। পুলিশের মতে, তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক রেকর্ড ছিল।

চোখের সামনে ঘটে যায় মর্মান্তিক হত্যাকাণ্ড। বিকলু শিবা যখন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তখনই একটি গাড়িতে করে আসে চার-পাঁচ জনের এক দল। তারা সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে শিবকুমারের উপর ঝাঁপিয়ে পড়ে। একাধিকবার কোপানোর পর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

dead body 3.jpg

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) ডি দেবরাজ ও জয়েন্ট কমিশনার অফ পুলিশ রমেশ বানোথ। পুলিশ ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

খুনের পিছনে পুরনো শত্রুতা, গ্যাং রিভেঞ্জ না অন্য কোনও কারণ—সব দিক থেকেই তদন্ত চালাচ্ছে ভারতীনগর থানা পুলিশ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, বিশেষত বিকলু শিবার অপরাধ জগতের সংযোগের জেরে আশঙ্কা বাড়ছে নতুন সংঘর্ষের।