রাতের পার্টি, তর্ক, তারপর ‘স্যাড রিল’... নির্মীয়মাণ ভবনে মৃত্যু ২০ বছরের তরুণীর!

স্যাড রিল বানাতে গিয়ে ২০ তলা থেকে পরে মৃত্যু তরুণীর।

author-image
Tamalika Chakraborty
New Update
died for reel

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুর প্যারাপ্পানা আগরাহারায় নির্মীয়মাণ একটি বহুতল ভবনের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু হল ২০ বছর বয়সী এক তরুণীর। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণী বন্ধুদের সঙ্গে এক রাতে নির্মাণাধীন ওই ভবনে গিয়েছিলেন পার্টি করতে। সেই দলে ছিলেন ছেলেমেয়ে মিলিয়ে বেশ কয়েকজন।

পার্টির মাঝে সম্পর্ক নিয়ে কোনও একটি বিষয়কে ঘিরে বন্ধুদের মধ্যে বচসা শুরু হয়। তর্ক-বিতর্কের পর, তরুণী একা ছাদে চলে যান এবং সেখানেই একটি ‘স্যাড রিল’ বানাতে যান বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

এই রিল ভিডিও বানানোর সময়ই অসাবধানতাবশত তিনি লিফট শ্যাফটের খোলা জায়গায় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নির্মীয়মাণ ভবনে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।