/anm-bengali/media/media_files/1000061381.jpg)
নিজস্ব সংবাদদাতা: উদয়পুরে ভয়াবহ ঘটনা—বিদেশি পর্যটককে ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানে। পুলিশের সূত্রে জানা গেছে, ফ্রান্সের এক তরুণী পর্যটককে ফুঁসলিয়ে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীর সঙ্গে আলাপ করেছিল সোমবার রাতে একটি পার্টিতে।
এফআইআরে বলা হয়েছে, ২২ জুন দিল্লি থেকে উদয়পুরে আসেন ২৫ বছর বয়সী ওই ফরাসি নাগরিক। তিনি শহরের আমবামাতা এলাকার একটি হোটেলে উঠেছিলেন। সোমবার রাতে তিনি যান টাইগার হিলের কাছে ‘দ্য গ্রিক ফার্ম ক্যাফে অ্যান্ড রেস্তরাঁ’-তে একটি পার্টিতে। সেখানেই আলাপ হয় অভিযুক্ত যুবকের সঙ্গে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/01/5PVg4KrIUsXcNEoT9cSZ.jpg)
পুলিশ জানিয়েছে, পার্টি শেষে অভিযুক্ত ব্যক্তি কৌশলে ওই তরুণীকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং সেখানে তাঁর সম্মতি ছাড়াই যৌনসম্পর্কে লিপ্ত হয় বলে অভিযোগ। তরুণী ঘটনার পরদিন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। বর্তমানে পুলিশ অভিযুক্তের পরিচয় ও অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে।
ঘটনাটি ঘিরে শহরে এবং পর্যটন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর প্রশাসন এবং পর্যটন দফতরকেও নড়েচড়ে বসতে হয়েছে নিরাপত্তা নিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us