/anm-bengali/media/media_files/2024/12/14/ftjjjkl.png)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার রাতে তেলেগু সুপারস্টারের মুক্তির দাবিতে আল্লু অর্জুনের একজন ভক্ত চঞ্চলগুদা জেলের বাইরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুষ্প 2: দ্য রুল-এর প্রিমিয়ারের সময় ৩৫ বছর বয়সি মহিলার পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়। এরপরেই অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের কয়েক ঘণ্টার পরেই তেলেঙ্গানা হাইকোর্ট তাঁকে জামিন দেন।
అల్లు అర్జున్ను విడుదల చేయాలంటూ చంచల్గూడ జైలు వద్ద సూసైడ్ అటెంప్ట్ చేసిన అల్లు అర్జున్ అభిమాని pic.twitter.com/PSaKKiAM8y
— Telugu Scribe (@TeluguScribe) December 14, 2024
আল্লু অর্জুনের মুক্তির দাবিতে তাঁর এক অনুগামী নিজের গায়ে পেট্রোল দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে পুলিশির সক্রিয়তায় ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আসে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। অভিযুক্ত আল্লু অর্জুনের অনুগামীকে নিজেদের হেফাজতে পুলিশ জানিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, আল্লু অর্জুনের মুক্তির পরে তিনি তাঁর স্ত্রী স্নেহা ও কন্যার সঙ্গে দেখা করেন। তবে আল্লু অর্জুনের অনুগামীর সেই ভয়ঙ্কর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে অভিনেতার তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
/anm-bengali/media/media_files/2024/12/14/ftthkm.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us