“ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল!” দরজা খুলতেই চোখ কপালে! স্ত্রীর দেহ উদ্ধার, স্বামী কোথায়?

বারাসাত থেকে কম্বলে মোড়া এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body .jpg

নিজস্ব সংবাদদাতা: বারাসাতে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, নৃশংসভাবে খুন করা হয়েছে ওই মহিলাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাঁকে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন মহিলার স্বামী। সন্দেহের তীর সেই দিকেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে স্বামী-স্ত্রী মিলে বারাসাত পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লীর মানিক নগর এলাকায় একটি বাড়ির ঘর ভাড়া নেন। স্বামী পেশায় একজন গাড়ি চালক, নাম বিজু সাহা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুদিন ধরে সেই ঘর বন্ধ ছিল এবং মহিলার স্বামীকে এলাকায় দেখা যায়নি।

রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে তীব্র পচা গন্ধ পেয়ে সন্দেহ করেন। খবর দেওয়া হয় বারাসাত থানায়। পুলিশ এসে দরজা খুলে কম্বলে মোড়া অবস্থায় মহিলার পচাগলা দেহ উদ্ধার করে। মৃতদেহটি এতটাই পচে গিয়েছিল যে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে অনুমান, দেহটি সেই ভাড়াটে মহিলারই।

dead body 3.jpg

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনার পর রাতেই বিজু সাহাকে আটক করে বারাসাত থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নামানো হয়েছে ফরেনসিক টিমও।

স্থানীয় বাসিন্দারা বলছেন, “স্বামী-স্ত্রীর মধ্যে কোনও অশান্তির বিষয় আমরা জানতাম না। মানুষটাকে চুপচাপ বলেই জানতাম।” ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনে কোনও পারিবারিক কলহ বা অন্য কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে।