পরকীয়ার সন্দেহে পৈশাচিক নির্যাতন! স্ত্রীর গোপনাঙ্গে লঙ্কা গুঁড়ো, পোড়ানো হয়েছে ইস্ত্রি দিয়ে

পরকীয়া সন্দেহে স্ত্রীর ওপর নারকীয় অত্যাচার স্বামীর।

author-image
Tamalika Chakraborty
New Update
448-252-22034562-thumbnail-16x9-rape-aspera

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বিহারের মুজাফ্‌ফরপুর জেলায় এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। এক ব্যক্তি তার স্ত্রীকে পরকীয়ার সন্দেহে দু'দিন ধরে একটি ঘরে বন্ধ করে রাখে এবং নিষ্ঠুরভাবে নির্যাতন করে। ভুক্তভোগী মহিলা জানিয়েছেন, তার স্বামী শত্রুঘ্ন রাই (৪০) তাঁর ওপর অকথ্য অত্যাচার চালান। তিনি অভিযোগ করেছেন, স্বামী তার ব্যক্তিগত অঙ্গে লঙ্কার গুঁড়ো ঢেলে দেন এবং গরম ইস্ত্রি দিয়ে উরুতে পুড়িয়ে দেন।

নির্যাতনের এখানেই শেষ নয়। তিনি আরও জানান, স্বামী তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট করার চেষ্টা করেন এবং টানা দু’দিন ধরে খাবার ও জল না দিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রাখেন।

Arrest

এই নির্মম ঘটনা ঘটে ১৩ জুন। ভুক্তভোগী জানান, তিনি চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। অবশেষে ১৫ জুন তার ভাই এসে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় অভিযুক্ত শত্রুঘ্ন রাইকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং নির্যাতিতা নারীর চিকিৎসা চলছে। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে নিন্দার ঝড় উঠেছে।