/anm-bengali/media/media_files/2025/07/07/noida-road-2025-07-07-18-52-27.jpg)
নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল হালকা বৃষ্টির ছোঁয়ায় যখন কিছুটা স্বস্তি ফিরেছিল উত্তর প্রদেশের নয়ডাবাসীর মনে, তখনই সেই স্বস্তি মুহূর্তে আতঙ্কে পরিণত হলো। শহরের অভিজাত এলাকা সেক্টর-১০০-এর কাছে একটি ব্যস্ত রাস্তা হঠাৎ করেই ধসে পড়ল। তৈরি হলো প্রায় ১২ ফুট চওড়া ও ১৫ ফুট গভীর এক বিশাল গর্ত—যেটি দেখে পথচারী ও চালকেরা কার্যত আঁতকে ওঠেন।
ঘটনাটি ঘটেছে নামকরা 'পাথওয়েজ স্কুল'-এর একেবারে পাশেই। যেখানে প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী যাতায়াত করে। গর্তটি এতটাই বড় ও গভীর যে, মুহূর্তে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তৈরি হয় তীব্র যানজট। জল জমে যায় চারপাশে। সাধারণ মানুষ তো বটেই, স্কুলগামী ছাত্রছাত্রী ও অভিভাবকরাও চরম বিপদের মুখে পড়েন।
এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়েছে নয়ডা অথরিটির বর্ষা প্রস্তুতি। প্রতি বছরই বর্ষার আগে বড় বড় প্রতিশ্রুতি শোনা যায়—ড্রেনেজ পরিষ্কার, রাস্তার মেরামতি, জলের নিষ্কাশন ইত্যাদি নিয়ে। কিন্তু বাস্তবে দেখা গেল, মাত্র একটুকরো বৃষ্টিতেই শহরের অভিজাত এলাকার রাস্তাই গ্রাস করল ভূগর্ভের অন্ধকার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/07/noida-2025-07-07-18-52-50.jpg)
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘প্রতিবার একই ঘটনা ঘটে। অথরিটি শুধু হাইপ্রোফাইল রিপোর্ট বানায়, কিন্তু মাটিতে বাস্তবায়ন হয় না কিছুই। রাস্তা তো তৈরি হয়েছিল কয়েক বছর আগেই, তাহলে এত তাড়াতাড়ি ধসে কেন?’’
এই ধস ও গর্ত তৈরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে স্কুলের এত কাছে এমন বিপজ্জনক রাস্তাঘাট থাকা কি এক ধরনের প্রশাসনিক অবহেলার প্রমাণ নয়? এই প্রশ্ন এখন স্থানীয়দের মন জুড়ে।
আপাতত প্রশাসন রাস্তা ঘিরে দিয়েছে, যান চলাচল বন্ধ করে দিয়েছে। তবে এত বড় গর্ত কীভাবে, কেন এবং কোন গাফিলতিতে তৈরি হলো—তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন সাধারণ মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us