হিমাচলে প্রলয়! বৃষ্টির দাপটে মৃত ৯২, বন্ধ ২৪৯ রাস্তা — ধস ও হড়পা বানে স্থবির পাহাড়ি জনজীবন

হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে কমপক্ষে ৯২ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
himachal pradesh w

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশ জুড়ে ব্যাপক বৃষ্টি চলছেই। টানা বর্ষণে রাজ্যের একাধিক জেলায় ধস, হড়পা বান ও ভয়াবহ ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত বর্ষাজনিত ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯২ জনের। বন্ধ হয়ে গেছে রাজ্যের ২৪৯টি রাস্তা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মান্ডি জেলায়, যেখানে একা ২০৭টি রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে আছে। সবচেয়ে সংকটজনক অবস্থা তৈরি হয়েছে মান্ডি–ধরমপুর–কোটলি হয়ে যাওয়া জাতীয় সড়ক-৩ (আটারি–লেহ) রুটে, যেখানে ভারী যানবাহনের যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টির ফলে সড়কে ধস নামছে একের পর এক।

শুক্রবার রাতের দিকে কাইঁচি মোড় এলাকায় পাণ্ডোহ বাঁধের কাছে ভয়াবহ ধস নামায় চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কের মান্ডি–কুল্লু অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রায় ১০ ঘণ্টা। এই সময়ের মধ্যে সমস্ত গাড়িকে কাটোলা-কমান্ড রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পরে প্রশাসনের তৎপরতায় ধ্বংসাবশেষ সরিয়ে একমুখী যান চলাচল চালু করা হয়।

himachal rain cloud brust

রাজ্যের পরিবহণ ও দুর্যোগ মোকাবিলা দফতর ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করেছে চাম্বা, কাংড়া, মান্ডি, কুল্লু, শিমলা, সোলান ও সিরমৌর জেলার জন্য। পাহাড়ি এলাকাগুলোতে নতুন করে ধস নামার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

রাজ্যে কোথাও কোথাও এখনও বিদ্যুৎ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। একাধিক গ্রাম এখনো মূল শহর থেকে বিচ্ছিন্ন। বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।