New Update
/anm-bengali/media/media_files/2025/08/05/cloudburst-in-uttarkashi-2025-08-05-18-58-06.webp)
নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের ধারালি গ্রামে ভয়াবহ মেঘভাঙার ঘটনায় নিখোঁজ অন্তত ৯ জন ভারতীয় সেনা জওয়ান। হর্ষিল আর্মি ক্যাম্পের কাছেই এই বিপর্যয় ঘটে, যখন আকস্মিক মেঘভাঙা থেকে সৃষ্ট ভয়ঙ্কর পাহাড়ি বন্যা ও কাদাধস গ্রাম এবং আশপাশের এলাকা তছনছ করে দেয়। কীর গঙ্গা নদীর জলাধার এলাকায়, যা হর্ষিল সেনা ঘাঁটি থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে, এই মেঘভাঙার ঘটনা ঘটে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/05/uttarakhand-flood-2025-08-05-15-49-43.jpg)
অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শুরু হয়েছে বিশাল উদ্ধার অভিযান। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ রাজরিফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল হর্ষবর্ধনের নেতৃত্বে ১৫০ সেনা মোতায়েন করা হয়েছে। তারা সরাসরি ঘটনাস্থলে থেকে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। প্রবল স্রোত, পাথর ও কাদার মধ্যে নিখোঁজ সেনাদের সন্ধান পেতে মরিয়া প্রচেষ্টা চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us