বড় ধরনের দুর্ঘটনা, দাউ দাউ করে জ্বলে উঠল গাড়ি! শিশু সহ একই পরিবারের সাত জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

গুজরাটে একটি বড় ধরনের গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের সাত জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
gujarat suv fires


নিজস্ব সংবাদদাতা: গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু রয়েছে। রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে একটি হাইওয়েতে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

dead

পুলিশ সূত্রে জানা গেছে, একটি গাড়ি ও একটি এসইউভি (SUV)-এর মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা এতটাই ভয়াবহ ছিল যে ছোট গাড়িটি মুহূর্তের মধ্যেই আগুনে জ্বলে ওঠে। ভেতরে থাকা যাত্রীরা বেরোনোর সুযোগই পাননি। তারা আগুনের লেলিহান শিখায় পুড়ে মারা যান।

দুর্ঘটনায় এসইউভির ভেতরে থাকা আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।