৬৩ জনকে হেলিকপ্টারে উদ্ধার, নিখোঁজ ১৫! সিকিমে ভরসাহীন পর্যটকেরা দিশেহারা

সিকিমে ছাতেন থেকে ৬৩ জন পর্যটককে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
sikkim tourist

নিজস্ব সংবাদদাতা: প্রবল বৃষ্টিপাত ও তার জেরে ধেয়ে আসা ভয়াবহ বন্যা ও ভূমিধসে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম। রাজ্যের একাধিক এলাকা জলের তলায়, রাস্তা বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। এরই মধ্যে ছাতেন থেকে সেনার হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে ৬৩ জন পর্যটককে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন।

LANDSLIDE

২৯ মে থেকে উত্তর-পূর্ব ভারতের ওপর দিয়ে প্রবল বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টিতে পাহাড়ে ধস নামে, বন্যায় প্লাবিত হয় বহু জনপদ। পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে সিকিমে। পাহাড়ি রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু পর্যটন এলাকা। আটকে পড়েছেন হাজার হাজার মানুষ।