/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক ৪০ বছর বয়সি ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন চণ্ডীগড়ে। সাম্প্রতিক সময়ে এই প্রথম কোভিড সংক্রান্ত মৃত্যুর ঘটনা ঘটল শহরে, যা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জনসাধারণের মধ্যে।
লুধিয়ানা থেকে রেফার করার পর ওই ব্যক্তিকে চণ্ডীগড়ের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল (GMCH), সেক্টর ৩২-এ ভর্তি করা হয় কোভিড ওয়ার্ডে।
/anm-bengali/media/media_files/VrnGzAKLsy4OfClQlAqG.jpg)
এখনও পর্যন্ত হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাঁর পূর্ববর্তী শারীরিক অসুস্থতা বা তিনি ঠিক কোন কোভিড ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন, তা নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।
ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই মৃত্যুর খবর সামনে আসতেই করোনা নিয়ে ফের একবার দুশ্চিন্তা তৈরি হয়েছে। এতদিন ধরে চলা এই ঢেউয়ে কোভিড-জনিত মৃত্যুগুলি মূলত গুরুতর শারীরিক অসুস্থতার সঙ্গে যুক্ত ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us