/anm-bengali/media/media_files/2025/05/25/PYUtOcbYjJw8GsuQzwu7.png)
নিজস্ব সংবাদদাতা: নাগপুরে ফের উত্তাল অপরাধজগত। এক গ্যাংস্টারের স্ত্রীর রহস্যময় মৃত্যু ঘিরে শহরে তীব্র সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, মৃত মহিলা গোপনে আরেক কুখ্যাত গ্যাংস্টার আরশাদ টোপির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এই সম্পর্ক ঘিরেই তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে ইপ্পা গ্যাং, যার অন্তত ৪০ জন সশস্ত্র সদস্য এখন আরশাদের খোঁজে তাণ্ডব চালাচ্ছে নাগপুর ও সংলগ্ন কামটি এলাকায়।
নাগপুর পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় আরশাদ ও ওই মহিলা একটি দুই-চাকার গাড়িতে করে সুরাদেবী মন্দিরের পেছনে নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি জেসিবি গাড়ি আচমকা তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলে আরশাদ সামান্য আঘাত পান, কিন্তু মহিলার অবস্থা গুরুতর হয়ে পড়ে।
আরশাদ তড়িঘড়ি করে তাকে একের পর এক হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, কোথাও ভর্তি নেওয়া হয়নি। পরে তিনি এক অ্যাম্বুল্যান্স চালককে টাকা দিয়ে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। শুক্রবার ভোরে সেখানে মহিলার মৃত্যু হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, একটি বেসরকারি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আরশাদ মহিলাকে নিয়ে প্রবেশ করছেন। এই ফুটেজ ইতিমধ্যেই তদন্তের অংশ হয়েছে। পুলিশ সন্দেহ করছে, এই দুর্ঘটনা পরিকল্পিত হতে পারে।