/anm-bengali/media/media_files/2025/08/03/indian-origin-missing-2025-08-03-23-54-12.jpg)
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রে রোড ট্রিপে বেরিয়ে নিখোঁজ হওয়া ভারতীয় বংশোদ্ভূত একই পরিবারের চার প্রবীণ নাগরিকের দেহ অবশেষে উদ্ধার হয়েছে। পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার মার্শাল কাউন্টি শেরিফের দফতর নিশ্চিত করেছে, তারা গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ওয়েস্ট ভার্জিনিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে, যেখানে তাদের গাড়িটি একটি খাড়া খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটি ছিল একটি হালকা সবুজ রঙের টয়োটা ক্যামরি। এলাকাটি এতটাই দুর্গম ছিল যে, উদ্ধারকারীদের সেখানে পৌঁছাতে সময় লেগে যায় পাঁচ ঘণ্টারও বেশি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
দুর্ঘটনায় মৃতরা হলেন – ৮৯ বছর বয়সী ডাঃ কিশোর দিবান, ৮৫ বছরের আশা দিবান, ৮৬ বছরের শৈলেশ দিবান এবং ৮৪ বছরের গীতা দিবান। এঁরা সকলেই পারিবারিকভাবে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
শেষবার তাঁদের দেখা গিয়েছিল ২৯ জুলাই, পেনসিলভানিয়ার ইরিতে একটি বার্গার কিং রেস্তোরাঁয়। সেখানেই তাঁদের শেষ ক্রেডিট কার্ড লেনদেন রেকর্ড হয়েছে। তাঁরা মার্শাল কাউন্টির বিখ্যাত ধর্মীয় স্থান ‘প্যালেস অফ গোল্ড’-এ যাচ্ছিলেন, যা স্বামী প্রভুপাদের (ISKCON প্রতিষ্ঠাতা) ভক্তদের তৈরি একটি বিশিষ্ট স্থাপত্য এবং ধর্মস্থান।
এই মর্মান্তিক ঘটনায় ভারতীয় প্রবাসী সমাজে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় প্রশাসন বলছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us