"ক্ষতিপূরণের ঘোষণা করেই দায়িত্ব শেষ নয়!" – মৃতদেহও ময়নাতদন্ত ছাড়া দেওয়া হয়েছিল! চরম অবহেলায় ক্ষুব্ধ হাইকোর্ট

এলাহাবাদ হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল যোগী সরকার।

author-image
Tamalika Chakraborty
New Update
maha kumbh

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ২০২৫ সালের ২৯ জানুয়ারি মহা কুম্ভ মেলায় পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। সেই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের জন্য সরকার এককালীন ক্ষতিপূরণ (ex-gratia) ঘোষণা করেছিল।

কিন্তু ক্ষতিপূরণ পেতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও, এখনও কেউ টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে উদয় প্রতাপ সিং নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন, যাঁর স্ত্রী ওই পদদলনের ঘটনায় মারা গিয়েছেন।

এই মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ (দুই বিচারপতির বেঞ্চ - জাস্টিস সৌমিত্র দয়াল সিং ও সন্দীপ জৈন) উত্তরপ্রদেশ সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন।

yogi

বিচারপতিরা বলেন, "যখন সরকার ক্ষতিপূরণ ঘোষণা করে, তখন তাদের দায়িত্ব ও কর্তব্য হয় সেই টাকা সময়ে ও সম্মানের সঙ্গে পৌঁছে দেওয়া।"

আদালত আরও আশ্চর্য প্রকাশ করে জানায়, পিটিশনারের স্ত্রীর মৃতদেহ কোনও ময়নাতদন্ত বা পোস্টমর্টেম ছাড়াই তাঁর ছেলের হাতে তুলে দেওয়া হয়। এটা হয়েছে একটি সরকারি মেডিকেল কলেজে, যা অত্যন্ত উদ্বেগজনক।

আদালতের ভাষায়,"পিটিশনারের স্ত্রীর মৃতদেহ ৫ ফেব্রুয়ারি তাঁর ছেলেকে দিয়ে দেওয়া হয়। কিন্তু আজ চার মাস কেটে গেলেও সরকার এখনও এক টাকাও ক্ষতিপূরণ দেয়নি। এটা সরকারের চরম গাফিলতি।"