দু’মাস নিখোঁজ ছিলেন স্বামী, হঠাৎ মিলল গলাকাটা দেহ! স্ত্রী জানতেই পারেননি সত্যি কাহিনি!

প্রাক্তন লিভ ইন পার্টনার হাতে খুন প্রেমিক। কর্ণাটকে শিউরে ওঠার মতো কর্ণাটকের এই কাহিনী।

author-image
Tamalika Chakraborty
New Update
Crime

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের কালবুরগীতে এক প্রাক্তন লিভ-ইন সঙ্গীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গ্রেফতার করেছে এক মহিলা ও তার বর্তমান প্রেমিককে। নিহত ৩৯ বছর বয়সি রাঘবেন্দ্র নায়ক দু’মাস আগে নিখোঁজ হন এবং তার মৃতদেহ মার্চ মাসে উদ্ধার হলেও, তখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি। ফলে পুলিশ বিষয়টিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করে।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

পরবর্তীতে রাঘবেন্দ্রর স্ত্রী থানায় নিখোঁজ ডায়েরি করেন, যাতে বিষয়টির ওপর নতুন করে তদন্ত শুরু হয়। পুলিশি অনুসন্ধানে ধরা পড়ে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয় রাঘবেন্দ্রর প্রাক্তন লিভ-ইন সঙ্গিনী আশ্বিনী ওরফে তনু (২৬), তার প্রেমিক গুরুরাজ (৩৬) এবং অপর এক ব্যক্তি লক্ষ্মীকান্ত (২৮)-কে।

কালবুরগী সিটি পুলিশের কমিশনার এস ডি শরনাপ্পা জানিয়েছেন, লিভ-ইন সম্পর্ককে কেন্দ্র করেই এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান।