৫ লক্ষ মানুষ গৃহহীন, আর নেতারা ব্যস্ত ‘ভবিষ্যতের ভারত’ গড়তে! উত্তর-পূর্ব কি ভারতের সন্তান নয়?

উত্তর-পূর্ব ভারতে বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Flood

নিজস্ব সংবাদদাতা: উত্তর-পূর্ব ভারত যেন এখন ধ্বংসের মাঠ। টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসম, মণিপুর, মেঘালয়সহ একাধিক রাজ্যে। ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন। ঘরছাড়া হয়েছে প্রায় ৫.৫ লক্ষ মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা মণিপুরের রাজধানী ইম্ফলে, যেখানে লাখ লাখ মানুষ আজ গৃহহীন — কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই, কোথাও খাবার জোটে না, আবার কোথাও শিশুরা কাঁদছে খোলামাঠে দাঁড়িয়ে।

manipur  s