নিজস্ব সংবাদদাতা: ১৯৯৩ সালে পাঞ্জাবের তরণ তারণ জেলায় ঘটে যাওয়া দুটি ভুয়ো এনকাউন্টার মামলায় রায় দিল মোহালির সিবিআই আদালত। প্রায় তিন দশক পর ন্যায়বিচার পেল নিহতদের পরিবার। আদালত পাঁচজন প্রাক্তন পুলিশ আধিকারিককে দোষী সাব্যস্ত করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন ডিএসপি ভূপিন্দরজিৎ সিং (যিনি পরে এসএসপি হিসেবে অবসর নেন), প্রাক্তন সহকারী সাব-ইন্সপেক্টর দেবিন্দর সিং (পরবর্তীকালে ডিএসপি), গুলবার্গ সিং, সাবা সিং এবং রঘুবীর সিং।
সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে ভয়াবহ তথ্য। ১৯৯৩ সালে রানী ভাল্লা গ্রামের সাতজন ব্যক্তি, যাদের মধ্যে চারজন ছিলেন স্পেশাল পুলিশ অফিসার (SPO), তাদের বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে যায়। এরপর তাঁদের অমানবিক ভাবে অত্যাচার করে হত্যা করা হয়। পুলিশ এরপর এই হত্যাকাণ্ডকে ‘এনকাউন্টার’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/26/Uge6JmFpL5KgAbAulsae.jpg)
এই ঘটনা পাঞ্জাব পুলিশের ইতিহাসে অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত। বছরের পর বছর নিহতদের পরিবার বিচার চাইতে চাইতে আজ হতাশ হলেও শেষমেশ আদালতের রায়ে মিলেছে ন্যায়বিচারের স্বাদ। সিবিআইয়ের দীর্ঘ তদন্ত এবং পেশ করা তথ্যপ্রমাণের ভিত্তিতেই অবশেষে ফাঁস হলো সেই রক্তাক্ত ইতিহাস।
এখন প্রশ্ন উঠছে—এই বিচার কি পর্যাপ্ত? আর কত ভুয়ো এনকাউন্টার চাপা পড়ে আছে সিস্টেমের গোপন অন্ধকারে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us