বাস চালকের হঠাৎ হার্ট অ্যাটাক, ভয়ঙ্কর পরিস্থিতি ৩০ জন পড়ুয়ার

বাস চালকের হার্ট অ্যাটাকের জেরে অল্পের জন্য প্রাণ বাঁচল ৩০ জন পড়ুয়ার।

author-image
Tamalika Chakraborty
New Update
ndhra

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের ভিজয়ওয়াদাতে এক স্কুলবাসের চালকের হৃদরোগের কারণে আচমকাই দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হয়। বাসটি রামভারাপাডু থেকে গুনাদালা যাওয়ার পথে ছিল, তখন চালকের হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাসটি একটি দুই চাকার যানবাহন এবং রোডের ডিভাইডারে ধাক্কা মারে।

দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা চালকের ওপর তৎক্ষণাৎ সিপিআর (Cardiopulmonary Resuscitation) প্রয়োগ করেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চালক চিকিৎসাধীন।

Accident

ঘটনার ভিডিওতে দেখা গেছে, চালক বাসের মধ্যে শুয়ে আছেন, এবং অন্যরা তার সিপিআর করতে সাহায্য করছেন।

এছাড়াও, দুর্ঘটনায় দুই চাকার যানবাহনের চালক এবং পিলিয়ন রাইডার আহত হয়েছে। তবে বাসে থাকা প্রায় ৩০ জন ছাত্র নিরাপদে রক্ষা পেয়েছে।