/anm-bengali/media/media_files/2025/09/15/truck-accident-2025-09-15-20-59-50.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় সোমবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং ১০ জন গুরুতর আহত হন।
ঘটনাটি ঘটে হাটগামারিয়া থানার এলাকায়। পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে কিছুজনকে ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তের চাম্পুয়া ও জেলার কুমারডুঙ্গি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ভ্যানচালকও রয়েছেন। আহতদের মধ্যে ফুলমতি দেবী নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
এর ঠিক পরেই বিহারের রাজধানী পাটনায়ও ঘটেছে আরেকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রোববার রাত প্রায় ১টার দিকে পারসা বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন ব্যবসায়ী প্রাণ হারান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন রাজেশ কুমার (৫০), সঞ্জয় সিং (৫৫), প্রকাশ চৌরাসিয়া (৩৫), সুনীল কুমার (৩৮) এবং সর্বকনিষ্ঠ কমল কিশোর (২৮)। তাঁরা ফতুহা থেকে পাটনায় ফিরছিলেন। গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং মহুলি এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগতেই মুহূর্তের মধ্যে গাড়ির ভেতরে থাকা সবাই মারা যান।
একই দিনে ঝাড়খণ্ড ও বিহারের দুটি আলাদা দুর্ঘটনা ফের প্রমাণ করে দিল দেশের সড়কগুলো কতটা অনিরাপদ হয়ে উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us