নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ ২৩ জন যুবকের! শিউরে উঠল গোটা দেশ

বারাণসীতে ২৩ জন যুবক গণধর্ষণ করল দ্বাদশ শ্রেণির ছাত্রীকে।

author-image
Tamalika Chakraborty
New Update
Rape

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বারাণসী ভয়ানক ঘটনা প্রকাশ্যে এসেছে। ২৩ জন যুবক এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ করে।  অভিযুক্তদের বেশ কয়েকজন ওই ছাত্রীর পরিচিত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কয়েকজনের সঙ্গে নাবালিকার ইনস্টাগ্রামের পরিচয় ছিল। পুলিশ ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ছয়জনকে আটক করা হয়েছে। ১১ জনের পরিচয় এখনও জানা যায়নি। 

Rape

প্রসঙ্গত, ২৯ মার্চ দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী বান্ধবীদের সঙ্গে হুক্কাবারে গিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই ছাত্রী। মঙ্গলবার ৮ এপ্রিল  বাড়িতে ফিরে আসে। তারপর সে পরিবারকে সমস্ত কথা জানায়। এরপরেই নাবালিকার পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।  পুলিশ আধিকারিক জানিয়েছেন, "নাবালিকা বয়ানে বলেছে, তার এক বন্ধু তাকে পিশাচমোচন এলাকার একটি হুক্কা বারে নিয়ে যায়, যেখানে অন্যান্য পুরুষরাও যোগ দেয়। মেয়েটি অভিযোগ করে যে তাকে একটি স্পাইকযুক্ত কোল্ড ড্রিঙ্ক খাইয়ে নেশাগ্রস্ত করা হয় এবং তারপর সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে যায়, যেখানে তাকে গণধর্ষণ করা হয়।"