কাশ্মীর সীমান্তে বড়সড় অনুপ্রবেশের ছক! ভারতীয় সেনার গুলিতে নিকেশ ২ পাকিস্তানি জঙ্গি

ভারতে অনুপ্রবেশের সময় সেনার গুলিতে নিকেশ দুই পাক জঙ্গি।

author-image
Tamalika Chakraborty
New Update
Kashmir

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বুধবার সীমান্তে এক চাঞ্চল্যকর অভিযান চালিয়ে দুই পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী। সীমান্তবর্তী ডেঘওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা। ভারতীয় সেনার তৎপরতায় সেই অনুপ্রবেশ রুখে দিয়ে শুরু হয় গুলি বিনিময়, আর সেখানেই নিহত হয় দুই অনুপ্রবেশকারী।

সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে সীমান্তের কাছে সন্দেহজনকভাবে কিছু মানুষের গতিবিধি লক্ষ্য করেন সেনার নজরদারি ইউনিট। সঙ্গে সঙ্গে ডেঘওয়ার সেক্টরে শুরু হয় বড়সড় তল্লাশি অভিযান। সন্দেহভাজনদের থামার নির্দেশ দিলে গুলি চালাতে শুরু করে তারা। প্রতিরোধে সেনা জওয়ানরাও পাল্টা গুলি চালায়। তীব্র গুলির লড়াইয়ের পর ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই জঙ্গি।

indian army

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত দুই জঙ্গি পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) থেকে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল। তাদের সঙ্গে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, গ্রেনেড এবং সন্দেহজনক নকশা। গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা। এখনও চলছে ব্যাপক তল্লাশি অভিযান। আশঙ্কা করা হচ্ছে, আরও কয়েকজন জঙ্গি সীমান্তে লুকিয়ে থাকতে পারে।

ভারতীয় সেনার এই অভিযানে সীমান্তবর্তী এলাকায় বড়সড় হামলার ছক বানচাল হয়েছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।