/anm-bengali/media/media_files/2025/09/07/bridge-accident-2025-09-07-20-41-44.jpg)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের উজ্জয়িনে ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার রাতের অন্ধকারে তিন পুলিশকর্মীকে বহনকারী একটি গাড়ি আচমকাই পড়ে যায় শিপ্রা নদীতে।
প্রায় ১২ ঘণ্টা দীর্ঘ তল্লাশি অভিযানের পর রবিবার সকালে উদ্ধার করা হয় উনহেল থানার ওসি অশোক শর্মার নিথর দেহ। কিন্তু তার সঙ্গে থাকা আরও দুই পুলিশকর্মী—সাব-ইন্সপেক্টর মদনলাল এবং মহিলা কনস্টেবল আরতি পাল—এখনো নিখোঁজ। পুলিশ মনে করছে, তারাও সম্ভবত নদীতে ডুবে গিয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/20/police-s-2025-07-20-21-28-56.jpg)
জানা গেছে, অশোক শর্মা ওই দিন মামলার তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর মদনলাল ও কনস্টেবল আরতি পালকে নিয়ে উজ্জয়িন এসেছিলেন। রাতের দিকে তিনজন গাড়িতে করে উনহেল ফিরছিলেন। তখনই অজ্ঞাত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
শনিবার রাত থেকেই তাদের তিনজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। সর্বশেষ লোকেশন মিলেছিল শিপ্রা নদীর সেতুর কাছাকাছি। এরপরই শুরু হয়েছিল তল্লাশি অভিযান।
পুরো ঘটনায় পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। নদীতে আরও খোঁজ চালিয়ে যাওয়া হচ্ছে নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ উদ্ধারের জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us