মহারাষ্ট্রে মারাঠওয়াডায় ভয়াবহ বন্যা, বৃষ্টি কিছুটা কমলেও বিপদ এখনও কমেনি

মহারাষ্ট্রে ভয়াবহ বন্যায় কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
maharashtra flood

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মারাঠওয়াডা অঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রাত পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যু হয় এবং ১১,৫০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করতে হয়েছে।

অবস্থা আরও খারাপ হয় যখন জায়াকওয়াদি বাঁধ থেকে প্রচুর পানি ছেড়ে দেওয়া হয়। এই বাঁধ হলো এই অঞ্চলের সবচেয়ে বড় জলাধার, যার ফলে গোদাবরী নদীর জলস্তর বৃদ্ধি পায়।

ধারাশিভ জেলার এক সরকারি কর্মকর্তার ভাষ্য, শনিবার রাতে বৃষ্টিসংক্রান্ত দুটি ঘটনায় দুই জনের মৃত্যু হয়। একজন ডুবে মারা যান, আর অন্যজন বৃষ্টির কারণে আলাদা এক দুর্ঘটনায় নিহত হন। “গত রাত থেকে বৃষ্টির তীব্রতা কমেছে, তাই এখন আমাদের লক্ষ্য ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য পৌঁছে দেওয়া,” জানান তিনি।

Flood

ধারাশিভে প্রায় ৩,৬০০ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এছাড়াও সিনা কলেগাঁও বাঁধ থেকে ৭৫,৫০০ কিউসেক পানি ছাড়া হলে পারন্দা তালুকার কিছু অংশ প্লাবিত হয়।

চত্রপতি সাম্ভাজিনগর জেলায় জায়াকওয়াদি বাঁধ থেকে ২.২৬ লাখ কিউসেক পানি ছাড়া হওয়ায় ভদালী, নায়গাঁও, মায়গাঁও এবং আপেগাঁওসহ গ্রাম থেকে প্রায় ৭,০০০ বাসিন্দাকে পুনর্বাসন করা হয়েছে।