নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদের সিভিল হাসপাতালে দেখা গেল চরম অস্থির ও হৃদয়বিদারক দৃশ্য। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা বারবার হাসপাতালে ছুটে আসছেন—শুধু একবার প্রিয়জনের দেহ অন্তত চিহ্নিত করতে চান তাঁরা।
তবে দুর্ঘটনার মর্মান্তিকতা এতটাই প্রবল যে, সনাক্তকরণ প্রক্রিয়ায় প্রশাসনের সামনে এসেছে অভাবনীয় চ্যালেঞ্জ। কারণ, ২৪২ জন যাত্রীর মধ্যে একমাত্র একজনই বেঁচে ফিরেছেন, বাকিদের দেহ এমনভাবে ছিন্নবিচ্ছিন্ন যে, সেগুলি শনাক্ত করাও কঠিন হয়ে উঠেছে।
শুক্রবার বহু পরিবার সদস্যকে হাসপাতালে ডাকা হয় ডিএনএ নমুনা দিতে, যাতে দেহাংশগুলিকে চিহ্নিত করা যায়। পরিস্থিতি আরও জটিল হয় তখন, যখন একটি দেহব্যাগের মধ্যে একসঙ্গে দু’জনের মাথা পাওয়া যায়। এতে গোটা ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া আবার শুরু করতে হয়েছে, যা সম্পূর্ণ হতে প্রায় ৭২ ঘণ্টা সময় লাগে।
সিভিল হাসপাতালের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ দুটি মৃতদেহের অংশ একসঙ্গে এক ব্যাগে ছিল—এর ফলে পুরো ডিএনএ স্যাম্পলিং আবার করতে হবে।”
এই পরিস্থিতিতে ক্ষোভ, কান্না আর হতাশা নিয়ে হাসপাতালের করিডোরে ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছেন স্বজনহারা মানুষজন, আশায়-ভরসায় যে কখনও না কখনও প্রিয়জনকে অন্তত শেষবারের জন্য চিহ্নিত করতে পারবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us