New Update
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171-তে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয় নাগরিক। এছাড়াও ওই বিমানে ৪৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডার নাগরিক ছিলেন জানা গিয়েছে।
বিমানে মোট ২১৭ জন প্রাপ্তবয়স্ক এবং ১১ জন শিশু ছিলেন। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল বিমানটি।
এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও হতাহত বা জীবিত যাত্রীর তালিকা প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ এখনও চলছে। একাধিক সংস্থা একযোগে উদ্ধার ও ত্রাণে কাজ করছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে। বিমানবন্দর সংলগ্ন এলাকাজুড়ে কড়া নজরদারি ও নিরাপত্তা জারি রাখা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us