তিস্তার রোষ থামছেই না! উত্তর সিকিমে আটকে কয়েক হাজার পর্যটক

তিস্তার রোষে উত্তর সিকিমে কয়েক হাজার পর্যটক আটকে রয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
teesta river north sikim

নিজস্ব সংবাদদাতা: উত্তর সিকিমে তিস্তা নদীর জলের স্তর বেড়ে যাওয়ায় একাধিক জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে। মাংগান জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, লাচেনে ১১২ জন এবং লাচুং-এ প্রায় ১,৩৫০ জন পর্যটক আটকে পড়েছেন।

চুংথাং-এর তিস্তা স্টেজ ৩ ড্যাম, যা আগেই ভেঙে গিয়েছিল, সেই জায়গাতেই আবার জলের তোড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। নির্মাণকর্মীরা ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত থাকলেও নদীর জলস্তর দ্রুত বাড়ছে।

north sikim teesta

ফিডাং বেইলি ব্রিজ, যা মাংগান থেকে চুংথাং যাওয়ার একমাত্র রাস্তা, সেটির মাটির বেস ভেঙে গেছে। অন্যদিকে সঙ্কালাং বাঁশের সেতু—যা ডজংগু বিধানসভা কেন্দ্রের সঙ্গে সংযোগ রাখত—তা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে ডজংগুর ১৩টি গ্রাম পঞ্চায়েত এখন পুরোপুরি বিচ্ছিন্ন।

চুংথাং জলবিদ্যুৎ প্রকল্প, যা ৪ অক্টোবর ২০২৩-এ ক্ষতিগ্রস্ত হয়েছিল, পুনর্গঠনের কাজ চলছিল, কিন্তু এবার আবার তিস্তার রোষে তা ডুবে গেছে।