/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের জোধপুরে ভয়াবহ সড়কদুর্ঘটনা, প্রাণ হারাল ১৫ জন। রোববার রাতে ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে ভারতমালা এক্সপ্রেসওয়েতে। কলায়ত মন্দির থেকে ফিরছিলেন সকলেই। ফালৌদি এলাকার বাসিন্দা ওই যাত্রীরা একটি টেম্পো ট্রাভেলারে ফিরছিলেন, সেই গাড়িটিই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে। মুহূর্তে দুমড়েমুচড়ে যায় টেম্পোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের, গুরুতর আহত হন আরও দুই জন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/02/road-accident-rajasthan-2025-11-02-22-06-00.png)
ফালৌদির পুলিশ সুপার কুন্দন কনওয়ারিয়া জানিয়েছেন, মন্দিরে দর্শন শেষে জোধপুরে ফিরছিলেন সবাই। হঠাৎ করেই এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে সোজা ধাক্কা মারে টেম্পো ট্রাভেলারটি। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ মিলে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের প্রাথমিকভাবে কাছের হাসপাতালে ভর্তি করা হয়, এরপর দ্রুত চিকিৎসার জন্য ‘গ্রীন করিডর’ তৈরি করে তাঁদের জোধপুরে নিয়ে যাওয়া হয়।
ডেপুটি এসপি আছল সিং দেওরা বলেন, “গাড়ির গতি ছিল প্রবল। ধাক্কার অভিঘাতে টেম্পোটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। অনেক যাত্রী গাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই আটকে পড়েন।” রাতভর চলে উদ্ধার অভিযান। ঘটনার পরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, একই পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us