নিজস্ব সংবাদদাতা: যোধপুর থেকে ১৪৮ জন অবৈধ বাংলাদেশীকে তাঁদের দেশে পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গে রাজস্থানের মন্ত্রী যোগরাম প্যাটেল বলেছেন, "রাজস্থানে প্রায় ১০০০ সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে বসবাস করতে দেখা গেছে। এর মধ্যে ১৪৮ জনকে আজ যোধপুর থেকে বিমানে কলকাতায় পাঠানো হয়েছে এবং সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সমস্ত সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক বা অন্য কোনও দেশের নাগরিক যারা এখানে অবৈধভাবে বসবাস করতে দেখা গেছে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।"
#WATCH | Rajasthan Minister Jogaram Patel says, "Around 1000 suspected Bangladeshi nationals have been found living in Rajasthan. Out of these, 148 have been sent to Kolkata from Jodhpur by flight today, and from there, they will be sent back to Bangladesh. All suspected… https://t.co/qWYVKBJ015pic.twitter.com/A7hsCxJPMA
— ANI (@ANI) May 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us