ভ্যানের ধাক্কায় গাড়ি পড়ে গেল কুয়োয়! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২

গাড়ির কুয়ো পড়ে যাওয়ার ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
mp accident


নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশে একটি  ধাক্কায় একটি গাড়ির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। গাড়িটা কুয়োয় পড়ে যায় । ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের  মান্দসৌরের এসপি অভিষেক আনন্দ বলেছেন, "নারায়ণগড় থানা এলাকার অধীনে একটি ঘটনায় একটি গাড়ি একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়েছে। গাড়িতে ১৪ জন ছিলেন। তাদের উদ্ধার করতে কুয়োয় নেমে যাওয়া একজন ব্যক্তি এই ঘটনায় মারা গেছেন। গাড়ির ধাক্কায় আহত একজনও এই ঘটনায় মারা গেছেন। কুয়ো থেকে ৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মোট বারোজন মারা গেছেন। এগারোজন কুয়োয়  ভিতর এবং একজন রাস্তায়।"

dead body 3.jpg