চাকরির লোভ দেখিয়ে বিদেশে নিয়ে প্রতারণা! ED জানাল কম্বোডিয়া-লাওস জুড়ে ভারতীয়দের ভয়াবহ ফাঁদ

আন্তর্জাতিক প্রতারণা চক্রে ১০৫ জন ভারতীয়কে কম্বোডিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
scam

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক সাইবার অপরাধ দমন অভিযানে বড়সড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা একটি বিশাল অনলাইন প্রতারণা ও মানব পাচার চক্রের হদিস মিলেছে, যেখানে বহু ভারতীয় জড়িত—কেউ ভুক্তভোগী হিসেবে, কেউ বা অভিযুক্ত হিসেবে।

এই চক্রের বিরুদ্ধে ক্যাম্বোডিয়ায় পরিচালিত অভিযানে ৩,০০০-এরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয় ও ৮১ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। ঘটনায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ইতোমধ্যেই একটি বিস্তৃত তদন্ত শুরু করেছে।

arrested bihar

ইন্ডিয়া টুডের হাতে আসা ED-র নথি থেকে জানা গেছে, এই সাইবার প্রতারণার শিকড় মূলত ক্যাম্বোডিয়া ও লাওসের বিভিন্ন ‘স্ক্যাম সেন্টারে’। এসব কেন্দ্রের যোগাযোগ রয়েছে ber-পরিচিত ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ অঞ্চলের সঙ্গে, যা বহুদিন ধরেই মানব পাচার ও অবৈধ মাফিয়া কার্যকলাপের গোপন ঘাঁটি হিসেবে কুখ্যাত।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু অর্থ চুরি নয়—মানব পাচার, শ্রমিকদের দিয়ে জোর করে প্রতারণা করানো, এবং ভুয়া নিয়োগের ফাঁদে ফেলে বিদেশে নিয়ে গিয়ে ফাঁদে ফেলার মতো গুরুতর অপরাধে যুক্ত রয়েছে এই চক্র। ED জানিয়েছে, এই চক্রে জড়িয়ে থাকা ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।