‘আমি চুরি করিনি’— আর্ত চিৎকারেও থামেনি নির্যাতন, পুড়িয়ে ছারখার করল ছোট মেয়েটির শরীর

মোবাইল চুরির মিথ্যা অভিযোগে ১০ বছরের মেয়েকে গরম লোহার রড দিয়ে অত্যাচার।

author-image
Tamalika Chakraborty
New Update
Rape

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কাকরলাডিব্বা গ্রামে ঘটে গেল এক নির্মম ঘটনা। মাত্র ১০ বছর বয়সী এক আদিবাসী মেয়ে গণ্ডলা চেঞ্চাম্মা মোবাইল ফোন চুরির সন্দেহে চরমভাবে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চেঞ্চাম্মা—যার বাবা-মা কেউই বেঁচে নেই—তার মামার তত্ত্বাবধানে ওই গ্রামে বসবাস করছিল। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবেশী কয়েকজন মিলে মেয়েটিকে জোর করে চুরির অভিযোগ স্বীকার করাতে চায়। কিন্তু মেয়েটি বারবার তা অস্বীকার করলেও, তারা থামেনি।

448-252-22034562-thumbnail-16x9-rape-aspera
ফাইল চিত্র

অভিযোগ, মেয়েটিকে গরম লোহার রড বা খুন্তি দিয়ে পুড়িয়ে শরীরে ক্ষত সৃষ্টি করা হয়। তার কান্নার শব্দ শুনে কয়েকজন গ্রামবাসী ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। শিশুটির শরীরে গভীর জখম ও শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন এবং ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।