মহররমে বিপর্যয়! মিছিলে খাওয়ানো খাবারেই মৃত্যু? গোটা শহর জুড়ে আতঙ্ক!

মহরমের মিছিলের পর শরবৎ ও বিরিয়ানি থেকে বিষক্রিয়। উত্তরপ্রদেশের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা:  উত্তরপ্রদেশের শামলি জেলার নানৌতা এলাকায় মহররমের মিছিল চলাকালীন ভয়াবহ ঘটনা ঘটে । পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিছিলে বিতরণ করা শরবত ও বিরিয়ানি খাওয়ার পর হঠাৎ এক ব্যক্তির মৃত্যু হয় এবং আরও প্রায় ৭০ জন অসুস্থ হয়ে পড়েন।

জেলা ম্যাজিস্ট্রেট মানীশ বানসাল জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিরা বমি ও পেটের ব্যথা নিয়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছান। তাদের মধ্যে অনেকেই অবস্থার অবনতি হওয়ায় দ্রুত স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সন্দেহ করা হচ্ছে যে, বিতরণ করা খাবারে বিষক্রিয়া ঘটেছে অথবা খাদ্যদ্রব্যগুলো সংক্রমিত ছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং স্বাস্থ্য দফতর। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

এই ঘটনা ঘিরে নানৌতা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যাঁরা এই খাদ্য বিতরণে যুক্ত ছিলেন, তাঁদের চিহ্নিত করার কাজ চলছে।