New Update
/anm-bengali/media/media_files/zg2KyVqCsgQgPnqVYuDb.jpg)
নিজস্ব সংবাদদাতা: শীতকালে কম-বেশি সকলের গলার ব্যথা হয়। সেই সময় গার্গল করে, ওষুধ খেয়ে দিন কয়েকের মধ্যে তা সেরেও যায়। কিন্তু অনেক সময় দীর্ঘদিন গলার ব্যথা থেকে যায়। এই ধরনের পরিস্থিতিতে দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন। গলায় ক্যানসারের জেরে গলার ব্যথা হয়ে থাকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us