শান্তি রক্ষায় সক্রিয় সেনাবাহিনী! নজরদারি বাড়াতে কাশ্মীরে সেনাপ্রধান

কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় শ্রীনগর ও উদমপুর সফরে যাচ্ছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়েও নজর দেবেন তিনি।

author-image
Debapriya Sarkar
New Update
Army chief

নিজস্ব সংবাদদাতা : কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে খুব শীঘ্রই শ্রীনগর ও উদমপুর সফরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, উপত্যকায় মোতায়েন সেনা কম্যান্ডারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও অন্যান্য নিরাপত্তা সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

Kashmir

সফরের মূল উদ্দেশ্য হল উপত্যকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা করা এবং সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাকিস্তানের প্রচেষ্টার উপর নজর রাখা। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর চলমান উত্তেজনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট নেবেন সেনাপ্রধান। জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখতে ও সন্ত্রাস দমনে সেনা এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা আরও জোরদার করার দিকেই এবার নজর দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।