কাশ্মীরের পর্যটন শিল্পের ওপর পড়ল প্রভাব, বন্ধ হয়ে গেল ৪৮টি পর্যটন স্থল

সেখান থেকে চলছে সেনাদের অভিযান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
doodhpathri-20231009100245-1_crop

File Picture

নিজস্ব সংবাদদাতা: আশঙ্কাই সত্যি হল। মন ভালো রাখা কাশ্মীরে আজ মন খারাপ দিকে দিকে। কেননা পহেলগাঁও হামলার পর রাতারাতি বদলে গেছে সেখানকার সার্বিক চিত্রটা। আবার ফিরে এসেছে সেই দম বাঁধা পরিস্থিতি, বনধের চেহারা। এরই মধ্যে এবার বন্ধ হয়ে গেল জম্মু-কাশ্মীরের ৪৮টি পর্যটন স্থল!

যা জানা যাচ্ছে, কাশ্মীরের ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি স্থানকে আপাৎকালীনের জন্য বন্ধ করা হয়েছে। মূলত, স্থান সুরক্ষিত রাখার জন্যেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। আর বেশ কিছু এলাকা আপাতত সেনাদের দখলে রয়েছে। সেখান থেকে চলছে সেনাদের অভিযান। সেই সব ভেবেই স্থানগুলিতে আপাতত পর্যটক নিষিদ্ধ।

Kashmir

এই ৪৮টি স্থানের মধ্যে রয়েছে, দুধপাথরি, ইউসমার্গ, বাঙ্গুস ভ্যালি, সিন্থান টপ-এর মত বহুল প্রচলিত পর্যটন স্থলগুলি। স্বাভাবিক ভাবেই এই নির্দেশের পর কাশ্মীরের আবহাওয়া আরও গুরু গম্ভীর হয়ে উঠলো।