কেউ দুর্নীতি করলে তাঁকে গ্রেপ্তার হতে হবে! কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে নতুন করে জল্পনা

কেজরিওয়ালকে ইডি আবগারি নীতি প্রয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে। ঘটনায় প্রতিক্রিয়া দেখান কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু। তিনি বলেন, "যদি কেউ দুর্নীতি করে থাকে তবে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত কি না?"

New Update
kiran rijju ediited.jpg

নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে আবগারি নীতি প্রয়োগে দুর্নীতিতে ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু বলেছেন, "যদি কেউ দুর্নীতি করে থাকে তবে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত কি না? কেউ একটি মদ কেলেঙ্কারি করেছেন এবং কোটি কোটি টাকা লুট করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার নেই? কেন আপ এবং কংগ্রেস প্রতিবাদ করেছে?"

arvind kejriwal

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg