New Update
/anm-bengali/media/media_files/2025/06/21/screenshot-2025-06-21-11-27-22.png)
নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুর ফরিদপুর ব্লক ঝাঁজরা কোলিয়ারীর উদ্যোগে পার্কের উদ্বোধন। পার্কের নাম রাখা হয়েছে 'সিঁদুর উদ্যান'। উদ্বোধন করলেন কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডি।
/anm-bengali/media/post_attachments/81b22ca9-256.png)
সঙ্গে ছিলেন ইসিএল এর উচ্চ পদস্থ আধিকারিকগণ। এই পার্কটি তৈরি করতে খরচ মূল্য ১০.৫ কোটি টাকা। দুমাসের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে উদ্যান, ইসিএল সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে নিশুল্ক নয়, এন্ট্রি ফি দিয়েই করতে হবে পার্কে প্রবেশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us