১০ জুন সন্ধ্যা ৭:৩০—গুরু অস্ত মানেই রাশি বদলের ধাক্কা! ভাগ্য ফিরবে কার?

গুরু অস্ত যেতেই কোন কোন রাশির জীবনে পরিবর্তন আসবে দেখে নিন।

author-image
Tamalika Chakraborty
New Update
guru

নিজস্ব সংবাদদাতা: বৈদিক পঞ্চাঙ্গ অনুযায়ী, গুরু গ্রহ মিথুন রাশিতে অস্ত যাবেন ১০ জুন ২০২৫, সন্ধ্যা ৭:৩০টায়। এরপর তিনি ৯ জুলাই পর্যন্ত এই রাশিতেই থাকবেন। গুরুর এই অস্ত যাওয়া কিছু রাশির জন্য শুভ হবে। দেখে নিন কোন কোন রাশির ভাগ্য খুলে যেতে চলেছে।

মেষ রাশি:
গুরু অস্ত যেতেই আপনার জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। পরিশ্রমে ফল মিলবে। যেখানেই বিনিয়োগ করবেন, সেখান থেকে লাভ আসবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। কেরিয়ারে উন্নতি হবে। ব্যক্তিগত জীবনেও আনন্দের সময় আসবে।

astrology1

বৃশ্চিক রাশি:
শরীর ও মন—দুটোই ভালো থাকবে এই সময়। পুরনো অসুস্থতা থেকে মিলবে স্বস্তি। চাকরি ও ব্যবসার বাধা কাটবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। সরকারি কাজে মিলবে সমাধান। ধনলাভের সম্ভাবনা প্রবল।

কুম্ভ রাশি:
এই সময় পড়াশোনা, আত্মবিকাশ এবং মানসিক শান্তির জন্য দারুণ উপযুক্ত। স্বাস্থ্য ভালো থাকবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে। প্রেম জীবনে থাকবে আনন্দ। যেকোনো আইনি ঝামেলায় মিলবে স্বস্তি। আত্মবিশ্বাসে ভর করে সাফল্য পাবেন।