নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বড়সড় প্রভাব পড়ছে ভারতের বিমান চলাচলে। বিশেষ করে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক শহর থেকে যেসব বিমান পশ্চিমমুখী রুটে (যেমন ইউরোপ, মধ্যপ্রাচ্য বা আমেরিকার দিকে) রওনা দিচ্ছে, সেগুলিকে এখন বিকল্প ও দীর্ঘ রুট নিতে হচ্ছে। সিনিয়র বিমান সংস্থা আধিকারিক ও পাইলটদের মতে, এসব উড়ানকে এবার আরব সাগরের উপর দিয়ে ঘুরপথে উড়তে হবে, যার ফলে যাত্রাপথ দীর্ঘতর হবে এবং সময় ও খরচ দুটোই বাড়বে।
/anm-bengali/media/media_files/2024/10/22/u5KsIb7bSLJNIa3cTZ8d.jpg)
এই আকাশপথ বন্ধের জেরে শুধু যাত্রীদেরই নয়, বিমান সংস্থাগুলোরও সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ফ্লাইট রি-রাউট করতে হচ্ছে, কিছু ক্ষেত্রে দেরি হচ্ছে, আবার কোথাও কোথাও ফ্লাইট বাতিলের পরিস্থিতিও তৈরি হচ্ছে।পরিস্থিতি কতদিন চলবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর রাখছে এবং বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে।