এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন
ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে আজ!

আকাশপথে কাঁটাতার! পাকিস্তানের নিষেধাজ্ঞায় বিপাকে বহু উড়ান

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় দিল্লি-সহ উত্তর ভারতের পশ্চিমমুখী ফ্লাইটগুলিকে এখন ঘুরপথে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

author-image
Debapriya Sarkar
New Update
Flight

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বড়সড় প্রভাব পড়ছে ভারতের বিমান চলাচলে। বিশেষ করে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক শহর থেকে যেসব বিমান পশ্চিমমুখী রুটে (যেমন ইউরোপ, মধ্যপ্রাচ্য বা আমেরিকার দিকে) রওনা দিচ্ছে, সেগুলিকে এখন বিকল্প ও দীর্ঘ রুট নিতে হচ্ছে। সিনিয়র বিমান সংস্থা আধিকারিক ও পাইলটদের মতে, এসব উড়ানকে এবার আরব সাগরের উপর দিয়ে ঘুরপথে উড়তে হবে, যার ফলে যাত্রাপথ দীর্ঘতর হবে এবং সময় ও খরচ দুটোই বাড়বে।

Flight

এই আকাশপথ বন্ধের জেরে শুধু যাত্রীদেরই নয়, বিমান সংস্থাগুলোরও সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ফ্লাইট রি-রাউট করতে হচ্ছে, কিছু ক্ষেত্রে দেরি হচ্ছে, আবার কোথাও কোথাও ফ্লাইট বাতিলের পরিস্থিতিও তৈরি হচ্ছে।পরিস্থিতি কতদিন চলবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর রাখছে এবং বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে।