গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ছেলেকে খুন, অভিযোগ নিহত তৃণমূল নেতার বাবার

আমডাঙায় তৃণমূল প্রধানের খুনের ঘটনা নিয়ে পরিবারের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে। মৃতের বাবা অভিযোগ করছেন, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ছেলেকে খুন করা হয়েছে।

New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: আমডাঙায় তৃণমূল প্রধানের খুনের ঘটনা নিয়ে পরিবারের মধ্যে মত পার্থক্য দেখতে পাওয়া গিয়েছে। একদিকে, নিহত পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের দাদা অভিযোগ করেছেন, পারিবারিক বিবাদের কারণে তাঁর ভাইকে খুন করা হয়েছে। অন্যদিকে, নিহত প্রধানের বাবা অভিযোগ করেছেন, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। 

নিহতের বাবা অভিযোগ করেছেন, কিছুদিন আগে তোয়েব হোসেন নামের এক তৃণমূল নেতা বাড়িতে এসে রূপচাঁদকে হুমকি দিয়েছিলেন। এছাড়াও রূপচাঁদ মণ্ডলের মৃত্যুর পরেই দলের অভ্যন্তরে একাধিক অসন্তোষ প্রকাশ পাচ্ছে। রূপচাঁদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১০ লক্ষ টাকার বিনিময়ে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। রূপচাঁদের দাদা জানিয়েছেন,  তাঁর ভাইকে তিন জন দুষ্কৃতী বোমা মারে। একজন বাইকে এসেছিল। বাকি দুজন ঢেঁড়শ ক্ষেতের মধ্যে দিয়ে পালায়।