রাশিফল: ধনু, মীন

জানুন ধনু ও মীন রাশির রাশিফল।

author-image
Aniket
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: ধনু ও মীন রাশির জাতক ও জাতিকারা জানুন আজ আপনাদের দিন কেমন যাবে, রইল পূর্ব ধারণা

Horoscope Sagittarius

ধনু রাশি- আপনার রাশির অধিপতি বৃহস্পতি আজ শুভ অবস্থানে—চেষ্টা করলে অনেক দিকেই উন্নতি হবে। বিশেষ করে উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশভিত্তিক কাজের জন্য আজ একটি সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রেমিক বা প্রাক্তনের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে, মানসিক দ্বিধা বাড়তে পারে। পরিবারে কারও স্বাস্থ্য আজ উদ্বেগের কারণ হতে পারে। কর্মস্থলে কেউ আপনার বিরুদ্ধে কুৎসা রটাতে পারে, তবে যুক্তি দিয়ে নিজেকে প্রমাণ করুন। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আজকের দিন শুভ। বেগুনি বা গাঢ় নীল রঙ আজ দুর্ভাগ্য ডেকে আনতে পারে, সাবধানে থাকুন।

Pisces Horoscope


মীন রাশি- আজ আত্মবিশ্বাস ও কল্পনাশক্তির এক দুর্দান্ত মেলবন্ধন দেখা যাবে আপনার মধ্যে। কারও সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। চাকরি বা ব্যবসা—দুই ক্ষেত্রেই নতুন সুযোগ আসবে। প্রেমে অতিরিক্ত আবেগ ঝুঁকি ডেকে আনতে পারে, ঠান্ডা মাথায় ভাবুন। পেটের সমস্যা বা জলজনিত রোগে ভোগার আশঙ্কা—বিশুদ্ধ খাবার গ্রহণ করুন। যাঁরা বিদেশযাত্রার জন্য আবেদন করেছেন, আজ আশার খবর পেতে পারেন। দান বা সেবামূলক কাজে আগ্রহ বাড়বে। গাঢ় সবুজ রঙ আজ অত্যন্ত শুভ। করুণা নয়, যুক্তির পথে চলুন।