রাশিফল: প্রেমভাগ্য, বৃশ্চিক-মিথুন

কেমন যাবে বৃশ্চিক ও মিথুন রাশির আজকের প্রেমভাগ্য?

author-image
Aniket
New Update
horoscope love

নিজস্ব সংবাদদাতা: বৃশ্চিক ও মিথুন রাশির আজকের প্রেমভাগ্য কেমন যাবে, রইল আপনাদের জন্য পূর্বাভাস। জানুন- 

horoscope-scorpio.jpg

বৃশ্চিক (Scorpio) – খারাপ প্রেমভাগ্য:

এই সপ্তাহে প্রেমের জগতে বৃশ্চিকদের জন্য আকাশে মেঘ জমতে শুরু করেছে। আপনার সন্দেহপ্রবণ স্বভাব ও হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে। প্রিয়জনের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় ঝগড়ায় রূপ নিতে পারে। অতীতের কোনো ভুল আজ আবার সামনে চলে আসতে পারে, যা নতুন করে সম্পর্ককে টালমাটাল করে তুলবে। এখনই সময় নিজেকে সংযত রাখা ও অহং ত্যাগ করার — নইলে প্রেমে ফাটল ধরতে পারে।

horoscope-gemini.jpg

মিথুন (Gemini) – ভালো প্রেমভাগ্য:

মিথুনদের জন্য প্রেমের বাতাসে রঙ ছড়িয়ে পড়েছে! যাঁরা সম্পর্কে আছেন, তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও বোঝাপড়া আরও মজবুত হবে। একসঙ্গে সময় কাটানো, খোলামেলা কথা বলা— সবকিছুই সম্পর্ককে নতুন মাত্রা দেবে। আর যারা সিঙ্গেল, তাঁদের জন্যও আকর্ষণীয় কারও সঙ্গে পরিচয়ের সম্ভাবনা আছে। বন্ধুত্ব থেকেই জন্ম নিতে পারে রোমান্স। এই সময় হৃদয়ের কথা সাহস করে বললে সাড়া পেতেই পারেন!