এই রোগ থাকলেই আয়ু কমবে ১৪ বছর! চমকে দেওয়া তথ্য

স্বাস্থ্য সম্পর্কিত এক নতুন গবেষণা থেকে চমকে দেওয়ার মতো তথ্য পাওয়া গেছে। আয়ু কমে যেতে পারে ১৪ বছর। কী সেই রোগ?

New Update
heartwinter

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: চমকে দেওয়ার মতো গবেষণা বলছে যে একটি রোগেই কমে যেতে পারে জীবনের আয়ু। তাও আবার ১৪ বছর কমে যাবে আপনার বেঁচে থাকার সম্ভাবনা। একাধিক দেশের উপর গবেষণা করে এই ফলাফল তুলে আনল বিজ্ঞানীরা। জানা গেছে যে এখন সম্প্রতি ওই রোগে ভুগছেন বিশ্বের কোটি কোটি মানুষ। একবার এই রোগ হলে সারা জীবন বয়ে নিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই। কড়া নিয়মের মধ্যে থাকতে হবে সেই রোগীকে। এমনকি খাওয়া-দাওয়া থেকে চলাফেরা সবকিছুই কন্ট্রোলে রাখতে হয়।

সেই রোগ যদি শরীরে ৩০ বছর বয়সে ধরা পড়ে তবে তাতে কমতে পারে জীবনের আয়ু। ১৪ বছর কমে যেতে পারে আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সময়সীমা। এমনকি ৫০ বছর বয়সে ধরা পড়লেও একই আশঙ্কা দেখা দেবে। তবে এই ক্ষেত্রে ৬ বছর আয়ু কমে যাবে। সেই রোগ হল ডায়াবিটিস। ভারতের একটি বিশাল সংখ্যক মানুষ এই রোগে ভুগছে এখন। রোগকে সামাল না দিতে পারলে আগামী দিনে আক্রান্তের হার বৃদ্ধি পেতে পারে বলেই মনে করেন বিজ্ঞানীরা। এদিকে আবার অল্পবয়সিদের মধ্যে বাড়ছে এই রোগে আক্রান্ত হওয়ার হার। এর মূল কারণ হল মানুষের অনিয়মিত জীবনযাপন ও খাওয়া-দাওয়া। এই ধরনের জীবনযাপন শরীরের মেটাবলিজমের উপর খারাপ প্রভাব ফেলে। ফলে কম বয়সেই ডায়াবিটিস হতে পারে।

hiren