মিথুন রাশি: যোগাযোগ আর সৃজনশিলতায় জোর দিন

মিথুন রাশি নিয়ে আজকের রাশিফল জানুন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
horoscope-gemini.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মিথুন রাশির জাতক/জাতিকারা আজ ভাবনা-চিন্তা থেকে বের হয়ে সৃষ্টিশীল কাজে মন দিতে পারবেন। বাড়িতে বা কাজের জায়গায় নতুন ধারনা আনুন — অন্যের সঙ্গে মতবিনিময় করলে ভালো ফল মেলে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন, হঠাৎ সিদ্ধান্তে আজ কিছু ঝামেলা হতে পারে। আর্থিক দিক থেকে সামান্য ব্যয় বাড়তে পারে — তবে উদ্বিগ্ন হবার কিছু নেই; বাজেট একটা তৈরি করে রাখলে ভালো হবে। ব্যক্তিগত জীবনে — বন্ধু বা আত্মীয়-সন্ধ্যার সুযোগ আসতে পারে। স্বাস্থ্য-দৃষ্টিতে আজ চোখ, কার্ডিয়ো বা হার্ট রেট-এর দিকে একটু নজর দিন — বেশি চ্যাপ বা উত্তেজনায় মন যায়।

Gemini Horoscope


ভালো দিক হলো: রূপান্তরের সময় এসেছে — পুরনো ধাঁচ বদলে নতুন কিছু শেখার বা শুরু করার কথা ভাবুন। খারাপ দিক হলো: আজ কথা বলার আগে ভাবুন — অভিমত জানাতে গিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক শুরু হতে পারে।