স্টিল প্ল্যান্টে ধুন্ধুমার, নামল CISF

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে উচ্ছেদ অভিযানের প্রাক্কালে ধুন্ধুমার পরিস্থিতি।

New Update
Screenshot 2023-09-14 142552.jpg

File Picture

নিউজ ডেস্ক, দুর্গাপুর: দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) উচ্ছেদ অভিযানের প্রাক্কালে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। পাঁচিল ঘেরার কাজের শুভ সূচনা করতে এসে বিপাকে পড়তে হল ডিএসপি কর্তৃপক্ষকে।

যা জানা যাচ্ছে, ডিএসপি'র জমিতে বসবাসকারী কয়েক হাজার তামলা ও ফরিদপুর এলাকার বাসিন্দারা ডিএসপি'র কাজ এদিন বন্ধ করে দেয়। তাঁদের দাবি ওই জমি জোর করে অধিগ্রহণ করা হয়েছে। এদিকে ডিএসপির দাবি দীর্ঘদিন ওই জমি ফাঁকা পড়ে থাকতে দেখে আইনি নোটিশ দিয়েই কাজ শুরু হয়েছে।

এদিন ভিত পুজোর সময়ই বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি'র সিআইএসএফ ও এলাকাবাসীর মধ্যে বচসা বাঁধে। সিআইএসএফ এলাকাবাসীর ওপর লাঠিচার্জ করে বলেও অভিযোগ ওঠে। কয়েকজন এলাকাবাসী এতে আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এরপর পুজো শেষে ওখান থেকে প্রস্থান করেন ডিএসপির কর্মীরা এবং সিআইএসএফ কর্মীরা। তাঁদের চলে যাওয়ার পর গান্ধী মোড় থেকে মায়া বাজার যাওয়ার রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স।