পহেলগাঁওয়ের শহিদদের সম্মানে একতাবদ্ধ চাঁদনি চকের ব্যবসায়ীরা!

দিল্লির চাঁদনি চক বাজার আজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে পহেলগামে সেনা জওয়ানদের শহিদ হওয়ার প্রতিবাদে। ব্যবসায়ীরা একজোট হয়ে সেনাদের শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Delhi

নিজস্ব সংবাদদাতা : দিল্লির ঐতিহাসিক বাজার চাঁদনি চক আজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ব্যবসায়ীদের সংগঠন একযোগে এই বন্‍ধ ডেকেছে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রতিবাদে।

ihko2glc_pahalgam_160x120_22_April_25

উল্লেখ্য, সোমবার জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলায় শহিদ হয়েছেন একাধিক সেনা জওয়ান। এই ঘটনার পরেই দেশের নানা প্রান্ত থেকে প্রতিবাদের সুর উঠছে। চাঁদনি চক-এর ব্যবসায়ীরা জানিয়েছেন, সেনা জওয়ানদের আত্মবলিদানের প্রতি সম্মান জানাতেই তাঁরা আজকের এই বন্‍ধের ডাক দিয়েছেন। এই বন্‍ধের মাধ্যমে ব্যবসায়ীরা একজোট হয়ে দেশবাসীর কাছে বার্তা দিতে চেয়েছেন—দেশের প্রতি তাদের দায়বদ্ধতা কতটা গভীর।