New Update
/anm-bengali/media/media_files/2025/04/25/ORJC7T4OVJYOa82Jpr5G.jpg)
নিজস্ব সংবাদদাতা : দিল্লির ঐতিহাসিক বাজার চাঁদনি চক আজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ব্যবসায়ীদের সংগঠন একযোগে এই বন্ধ ডেকেছে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রতিবাদে।
/anm-bengali/media/media_files/2025/04/22/zjIF51xuXCfMr83fb9pM.webp)
উল্লেখ্য, সোমবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় শহিদ হয়েছেন একাধিক সেনা জওয়ান। এই ঘটনার পরেই দেশের নানা প্রান্ত থেকে প্রতিবাদের সুর উঠছে। চাঁদনি চক-এর ব্যবসায়ীরা জানিয়েছেন, সেনা জওয়ানদের আত্মবলিদানের প্রতি সম্মান জানাতেই তাঁরা আজকের এই বন্ধের ডাক দিয়েছেন। এই বন্ধের মাধ্যমে ব্যবসায়ীরা একজোট হয়ে দেশবাসীর কাছে বার্তা দিতে চেয়েছেন—দেশের প্রতি তাদের দায়বদ্ধতা কতটা গভীর।
#WATCH | Delhi: Markets in Chandni Chowk are shut as traders call for a 'Bandh' to protest against #PahalgamTerrorAttackpic.twitter.com/7JMWXZkuMb
— ANI (@ANI) April 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us