New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: অফিস টাইমে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন। অল্পের জন্যে রক্ষা পেলেন যাত্রীরা। টিকিয়াপাড়ায় লাইনচ্যুত ডাউন বাগনান লোকাল।
জানা যাচ্ছে, ট্র্যাক বদল করার সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি বগি। ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপদ ঘটার হাত থেকে রক্ষা পায় লোকাল ট্রেন। আপাতত ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। লাইনচ্যুত হওয়া বগিটিকে ট্র্যাকে ওঠানোর কাজ শুরু হয়েছে। অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us